৯৮ লিটার চোলাইমদসহ আটক ১
ফাইল ছবি
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৯৮ দশমিক ৫ লিটার চোলাইমদসহ আনোয়ার হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গালাপট্টি (ফতেহ আলী মোড়) থেকে মদসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
আটক আনোয়ার বগুড়া শাজাহানপুর উপজেলার চকজোড়া পূর্বপাড়া গ্রামের সোলায়মান মোল্লার ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) কিশোর রায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ/এএসএম