ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৪ জুন ২০২১

কুড়িগ্রামের চিলমারীতে বিষাক্ত সাপের কামড়ে সাদিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) উপজেলা সদর ইউনিয়নের পাটোয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া উপজেলা সদর ইউনিয়নের পাটোয়ারি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সাদিয়া তার বাড়ির পাশের জঙ্গলের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। এসময় সেখানে থাকা বিষাক্ত সাপের কামড়ে শিশুটি আহত হয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় কবিরাজ দিয়ে তার চিকিৎসা করায়। কিন্তু এতেও শিশুটি সুস্থ না হলে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

মাসুদ রানা/এসএমএম/জিকেএস