শিবগঞ্জে ফেনিসিডিলসহ নারী গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জে ৬৬ বোতল ফেনসিডিলসহ আলেছা বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৪ জুন) মধ্যরাতে উপজেলার গড়মহাস্থানের মালখালী এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
আলেছা বেগম একই গ্রামের লালু মিয়ার স্ত্রী। আলেছা ছাড়াও মাদক মামলায় তার ছেলে আলম, আলমের স্ত্রী তুহিন বেগম ও একই এলাকার আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার আলেছা বেগম মাদক ব্যাবসায়ী। তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ