বেনাপোলে ৫০ লাখ টাকার ভারতীয় কাঠ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার নাভারন বাজার এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১৫২ কেজি ৮শ’ গ্রাম ওজনের ভারতীয় রক্ত চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই কাঠ উদ্ধার করে। এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ চন্দন কাঠ আসছে এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে তার মধ্য থেকে ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কাঠ বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/একে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ