প্রাণিসম্পদ মেলায় খামারিদের বিক্ষোভ
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাণিসম্পদ মেলায় গোখাদ্যসহ স্টলে যথাযথ ব্যবস্থা না থাকায় বিক্ষোভ করেছেন আগত খামারিরা।
শনিবার (৫ জুন) সকালে বিক্ষোভ করে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান খামারিদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মেলায় আগত খামারি বেল্লাল খান, মজিবর শেখ, হারুন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ অনেকে অভিযোগ করে বলেন, আমরা অনেক দূর থেকে নিজেদের খরচে মেলায় অংশগ্রহণ করেছি। কিন্তু প্রাণিসম্পদ অফিস থেকে গরু-ছাগলের জন্য গোখাদ্যের ব্যবস্থা করা হয়নি। স্টলগুলো কাপড় দিয়ে করায় প্রদর্শনীতে আসা পশুগুলো প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ৩০টি স্টলের মধ্যে ১৪টি স্টলে একটি করে গরু, ছাগল ও মুরগি রেখে স্টল পরিচালনা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা বলেন, ‘আমাদেরকেও এ অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আমাদের তেমন মূল্যায়ন করা হয়নি।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, ‘আয়োজনে একটু ত্রুটি হয়েছে। যে ত্রটি ছিল তা সমাধান করা হয়েছে। অংশগ্রহণকারী খামারিদের পুরস্কারে ব্যবস্থা করা হয়েছে।’
এসজে/জিকেএস