ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৬ জুন ২০২১

ঝিনাইদহের মহেশপুর থেকে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে দেশ প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ( ৬ জুন) উপজেলার শ্যামকুড় গ্রামের একাশিপাড়া ইটভাটার এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে পুরুষ দুইজন, নারী একজন এবং শিশু একজন রয়েছে।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার শীতলপাটি গ্রামের মো. খাজা শেখের ছেলে মো. প্রিন্স শেখ (২১), একই গ্রামের মো. জুনায়েদ মোল্লার ছেলে মো. মুন্না মোল্লা (১৮), মো. কামাল শেখের ছেলে মো. রাকিব শেখ (১৬) ও নোয়া গ্রামের মস্ত গাজির স্ত্রী মোসা. আসমা বেগম (৪০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ভোরে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সময় কাশেম মিয়ার ইটভাটা এলাকা থেকে অবৈধ প্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম