ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৪০

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৭ জুন ২০২১

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুন) বিকেল ৫টা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে রাতে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ৩৮ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেস ক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

জানা যায়, সম্প্রতি শহরতলীর ঢালীর ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক গুরুতর আহত হয় ও এ ঘটনায় পরে মামলা হয়। এছাড়া কিছুদিন ধরে কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের নজরে আসে। এ ভিত্তিতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আটক কিশোরদের মধ্যে ৩৮ জনের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে থানায় আগে থেকে মামলা ও অভিযোগ থাকায় তাদের আটক রাখা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/এমকেএইচ