ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ জুন ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

jagonews24

সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

jagonews24

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মিলন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএমএম/জিকেএস