ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফের বিয়ে হচ্ছিল কিশোরীর, ভেঙে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৭ জুন ২০২১

আঠারো বছর পূর্ণ না হওয়ায় বগুড়ার আদমদীঘিতে কিশোরীর (১৭) দ্বিতীয় বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমীন মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, তিন বছর আগে ওই কিশোরীর বিয়ে হয়। বছর না ঘুরতেই সে বিয়ে ভেঙে যায়। এরপর কিশোরী প্রায় দেড় বছর ধরে দাদার সঙ্গে থাকতেন। পারিবারিকভাবে উপজেলার ডালম্বা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। সোমবার সকাল থেকেই বিয়ের আয়োজন চলছিল। কিন্তু বাল্যবিয়ে হচ্ছে এমন খবরে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমীন। আঠারো বছর পূর্ণ না হওয়ায় অভিভাবকদের লিখিত মুচলেকা নিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করে দেন।

মোশাররফ হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই কিশোরীর দাদার বাসা নওগাঁয়। তারা এখানে একটি ভাড়া বাসায় বসবাস করেন। এর আগে একটি বিয়ে হয়েছিল। তখন তার বয়স আরও কম ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমীন জানান, প্রথম বিয়ে ও তালাকের কাগজপত্র দেখাতে সক্ষম হলেও বিয়ের বয়স হয়েছে সেটি প্রমাণ করতে সক্ষম হননি তারা। বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আরএইচ/এএসএম