ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৮ জুন ২০২১

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বাসিন্দা।

পুলিশ জানায়, সবজিবাহী ঢাকামুখী একটি ট্রাক ওই এলাকার নাবিল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন মারা যান। পালিয়ে যান ট্রাকের হেলপার। তবে বাসের কেউ হতাহত হননি।

উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস