ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তাড়াশে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৮ জুন ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল আজিজ (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

তিনি উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে আব্দুল আজিজ পার্শ্ববর্তী মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এএসএম