ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৮ জুন ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি মামলায় সাজার ২৮ বছর পর আবুল কালাম নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১৯৯২ সালে ফেনীতে একটি ডাকাতি মামলায় আসামি হন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে আবুল কালাম। ১৯৯৭ সালে ওই মামলায় কালামের পাঁচ বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এর আগেই কালাম আত্মগোপনে চলে যান।

সম্প্রতি তিনি ছালনাইয়া পৌর এলাকার তুলাতলিতে বসতি গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ‘১৯৯২ সালে ডাকাতি মামলায় আসামি হওয়ার পর অনেক বছর কালাম আত্মগোপনে চলে যায়। সম্প্রতি তার নিজ এলাকায় না গিয়ে পৌরসভার তুলাতলিতে বসতি গড়ে তোলেন তিনি। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসজে/জিকেএস