যমুনায় তীব্র স্রোতে নৌকাডুবি, দুই বোনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে তীব্র স্রোতে নৌকাডুবির ঘটনায় দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪) ও তাসলিমা (চার মাস)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশুসহ ১৫ জন যাত্রী ও কাঁঠাল নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়। জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।
তারা আরও জানান, নারীসহ ১২ যাত্রী তীরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক নারীর সঙ্গে থাকা দুই শিশু পানিতে ডুবে যায়। নিহত দুই শিশু আপন বোন। নৌকায় থাকা যাত্রীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ