ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

জেলা প্রতিনিধি | বগুড়া | প্রকাশিত: ১২:০০ এএম, ০৯ জুন ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলায় কষ্টি পাথরের একটি মূর্তি ও বেদীসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মিতইল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১২ এর একটি দল।

আটকরা হলেন- মিতইল গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৬৩), কাহালু উপজেলার বুরইল গ্রামের আব্বাস আলীর ছেলে আক্কাস আলীর ছেলে (৪২) এবং নন্দীগ্রাম উপজেলার বাঁটদীঘি গ্রামের মলিন চন্দ্রের ছেলে বাদল চন্দ্র (৩৪)।

jagonews24

আটককালে তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও পাঁচটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএইচ