ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিষানির মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ জুন ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ জমি থেকে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা খাতুন (৫০) নামের এক কিষানির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) দুপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে পা জড়িয়ে বিদ্যুতায়ীত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

তিনি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের শহিদ আলীর স্ত্রী।

লাহিড়ী মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোক্কা বলেন, ‘সেচ পাম্পের বৈদ্যুতিক তারের পা জড়িয়ে বিদ্যুতায়ীত হয়ে জাহানারা খাতুনের মৃত্যু হয়। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ নিজ বাড়িতে দাফন করার প্রস্তুতি চলছে।’

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এএসএম