ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ১০২ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:১৬ এএম, ১১ জুন ২০২১

কক্সবাজার শহরের বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশি চোলাই মদসহ ১০ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন- মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহ আলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটকদের হেফাজতে থাকা ১০২ লিটার দেশি চোলাই মদ জব্দ করতে সক্ষম হয়।

গ্রেফতারদের মধ্যে মীমাদু রাখাইনের এর আগেও ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতার অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ