শরীয়তপুরে ইয়াবাসহ কারবারি আটক
শরীয়তপুরের জাজিরা থেকে ইয়াবাসহ মোস্তফা হাওলাদার (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) সকালে উপজেলার সেনের চর ইউনিয়নের দক্ষিণ কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা হাওলাদার ওই গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান বলেন, জাজিরা উপজেলার দক্ষিণ কান্দি গ্রামের একটি বাড়িতে ইয়াবা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই হাজার ৭৩২ পিস ইয়াবাসহ মোস্তফা হাওলাদারকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
মো. ছগির হোসেন/আরএইচ/এমকেএইচ