ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

থানা গ্যারেজে ফেনসিডিলের বোতলের স্তূপ!

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:০২ পিএম, ১৪ জুন ২০২১

থানা মানেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবদ্ধ। যেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। নিরাপত্তা জোরদার করতে প্রতিটি থানা বর্তমানে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হয়েছে। এতো নিরাপত্তার মধ্যেও নওগাঁর মান্দা থানার গ্যারেজে ফেনসিডিল বোতলের স্তূপ পড়ে রয়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, থানা চত্বরের ভেতরে পশ্চিম পাশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবন। ওই ভবনের গা ঘেঁষে পূর্ব পাশে মোটরসাইকেল গ্যারেজের কোনায় ফেনসিডিলের খোলা বোতলের স্তূপ পড়ে থাকতে দেখেন সেবা নিতে আসা অনেকে। এমন খবর আশপাশে ছড়িয়ে পড়ে আলোচনার সৃষ্টি হয়।

এ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন জন্ম দেয়। তারা বলছে- কোনোভাবেই এসব বিষয় দায় এড়াতে পারেন না ওসি। যেখানে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেখানে থানার ভেতরে ফেনসিডিলের বোতলগুলো স্তূপ হয়ে পড়ে রয়েছে।

jagonews24

এ বিষয়ে নওগাঁ মাদক নির্মূল কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘আমরা মাদক নির্মূল নিয়ে আন্দোলন করে আসছি। সামাজিক আন্দোলন করি সমাজকে মাদকমুক্ত রাখার জন্য। শুধু থানা চত্বরই না সব জায়গা মাদক মুক্ত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘নওগাঁকে মাদকমুক্ত জেলা হিসেবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অনেক প্রচার-প্রচারণাও করেছি। এতে অনেক কাজ হয়েছে। সম্পূর্ণ সফল হইনি। সবাই আন্তরিকভাবে এগিয়ে না আসা পর্যন্ত এটা সফল হবে না।’

jagonews24

এ বিষয়ে জানতে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি ‘বিষয়টি দেখছি’ বলে রেখে দেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দেখতে হবে।’

আব্বাস আলী/এসজে/জেআইএম