গলায় খাবার আটকে নারীর মৃত্যু
ফাইল ছবি
পাবনার ভাঙ্গুড়ায় গলায় খাবার আটকে জরিনা খাতুন (৫৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জরিনা খাতুন ওই গ্রামের পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলী ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে মুরগীর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন জরিনা। একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। স্বজনরা তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাত খেতে গেলে মাঝেমধ্যে ওই নারীর গলায় খাবার আটকে যেত বলে তিনি শুনেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহাঙ্গীর আলম বলেন, খাবার ঢুকে শ্বাসনালী বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
আমিন ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা