ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির দরজায় মোবাইল নম্বর, কল দিলেই হাজির হবে পুলিশ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ জুন ২০২১

একটা সময় এমন ছিল পুলিশের সেবা পেতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। থানার ওসি কিংবা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করা কিংবা তার মোবাইল নম্বর পেতে ছুটতে হতো এখানে-সেখানে। এখন আর কোনো অভিযোগ জানাতে কিংবা পুলিশের জরুরি সেবা পেতে থানায় ছুটতে হবে না। মানুষের জানমালের নিরাপত্তা ও পুলিশের সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জে উদ্বোধন করা হলো জেলা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-এ স্লোগানে কিশোরগঞ্জে শুরু হয়েছে জেলা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম।

জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় একজন করে বিট অফিসার দায়িত্ব পালন করছেন। ছোটখাটো ঘটনায় থানায় যেতে হবে না সেবাগ্রহীতাদের। আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো সেবা পেতে যোগাযোগ করা যাবে বাড়ির পাশেই বিট কর্মকর্তাদের কাছে। আর বিট কর্মকর্তাকে মোবাইল ফোনে তাৎক্ষণিক যে কোনো ঘটনা জানানো যাবে ঘরে বসেই।

ঘরের দরোজায় সাঁটানো বিট পুলিশিং স্টিকারে থাকবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, থানার ওসি ও ডিউডি অফিসারের মোবাইল নম্বর। যে কোনো প্রয়োজনে তাদের সহযোগিতা নিতে পারবে এলাকাবাসী।

jagonews24

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে শহরের শোলাকিয়া বিটে বিট অফিসার ও থানার ওসির মোবাইল নম্বর-সম্বলিত স্টিকার মানুষের বাড়ি বাড়ি লাগিয়ে দেয়ার মাধ্যমে জেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

পুলিশ সুপার বলেন, এ সেবা চালুর মাধ্যমে এলাকার মানুষ দ্রুততম সময়ে পুলিশের সহযোগিতা পাবেন। এতে করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ১০৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় বিট পুলিশের মোট ১১৪টি বিট স্থাপন করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে উপ-পরিদর্শক দায়িত্ব পালন করবেন।

নূর মোহাম্মদ/এসআর/জেআইএম