ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৭ জুন ২০২১

বগুড়া পৌরশাখা (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসিমুল বারী নাসিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ১৭ জুন থেকে বগুড়া পৌরশাখা (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিমকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।

এসআর/জিকেএস