দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভাতগাঁও ব্রিজে ফাটল
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলায় ঢেপা নদীর ভাতগাঁও ব্রিজে ফাটল দেখা দিয়েছে।
ব্রিজের পশ্চিম পাড়ের উত্তর অংশে এই ফাটল দেখা দেয়ায় সড়ক ও জনপদ বিভাগ ফাটলের স্থানে একটি বালুর বস্তা দিয়ে লাল ঝানডা উড়িয়ে দিয়েছে।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ঢালাই খসে গিয়ে রড বেরিয়ে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ঢেপা নদীর উপরে ১৯৬০ সালের দিকে ব্রিজটি নির্মাণ করা হয়। মহাসড়কের এই ব্রিজের উপর দিয়ে দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল প্রকার যানবাহন চলাচল করে। পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাকগুলো দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। গত কয়েকদিন ধরে ব্রিজের ওই স্থানের ঢালাই খসে পড়ে। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার সারা দিনের বৃষ্টিতে ফাটলটি আরও বড় হয়ে যায়। বেরিয়ে আসে রড।
এ অবস্থায় ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, শনিবার সকাল থেকে ব্রিজটি মেরামত করা হবে। ১৯৬০ সালে তৈরি, পুরাতন ব্রীজ হওয়ায় এ অবস্থা হয়েছে। ব্রিজ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয়।
এমদাদুল হক মিলন/এমএইচআর/জিকেএস