ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় মায়ের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১২:৪৯ এএম, ১৯ জুন ২০২১

বগুড়ার কাহালু উপজেলায় মায়ের ওপর অভিমান করে আনিকা খাতুন (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার মুরইল ইউনিয়নের ওলাহালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আনিকা।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে খাওয়া নিয়ে মায়ের ওপর অভিমান করে আতিয়া। বিকেলের দিকে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাবা-মা ডাকাডাকি করেও দরজা খুলছিল না। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখে, আতিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।

এমএসএইচ