ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ৬০ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৯ জুন ২০২১

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৯ জুন) দুপুরের র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হিরারকুটি গ্রামের হাসান আলীর ছেলে হাবিবুর রহমান (৩৪), ধনী পাগলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইলিয়াসুর রহমান (৪০), দক্ষিণ ওয়াবদাহ গ্রামের মৃত মিছুরুদ্দীন মণ্ডলের ছেলে নুরনবী মিয়া (৪৭) ও শিংগিলভিটি গ্রামের আহাতাব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০)।

এর আগে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে শহরের তিন মাথায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক থেকে ৬০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ কৃত গাঁজার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সন্দেহ হলে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা ৬০ কেজি গাঁজা ও নগদ নগদ ১৩ হাজার ৯ শত টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/জিকেএস