ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি নির্বাচনে পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় মরিয়া বাউফল আওয়ামী লীগ!

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৯ জুন ২০২১

সারাদেশের মতো পটুয়াখালী জেলায়ও চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২১ জুন এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা নৌকা প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে তাদের প্রার্থীদের মাঠে নামিয়েছেন।

জেলার বাউফল উপজেলার নির্বাচনের চিত্র কিছুটা ভিন্ন। উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে প্রার্থীর দলীয় পরিচয় বিবেচ্য বিষয় নয়। সেখানে প্রার্থীদের পারিবারিক পরিচয়কে প্রাধান্য দেয়ার অভিযোগ উঠেছে। ফলে এ উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

বাউফলে মোট ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন জামাল এবং কালাইয়া ইউনিয়নে আ স ম ফিরোজের (স্থানীয় সংসদ সদস্য) ভাতিজা এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, বগা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসান নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এই ইউনিয়নেও আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এ ছাড়া কনকদিয়া, আদাবাড়িয়া, চন্দ্রদ্বীপ, ধুলিয়া, কাছিপাড়া ও কেশবপুর ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সংসদ সদস্য আ স ম ফিরোজের আরেক ভাতিজা ও বর্তমান চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা।

ভাতিজাকে বিজয়ী করতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির আলী হাওলাদারকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন আ স ম ফিরোজ। এ সংক্রান্ত ৯ মিনিট ৪৮ সেকেন্ড কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে আ স ম ফিরোজের এই পরামর্শ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া কেশবপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের স্ত্রীর চাচাতো ভাই (শ্যালক) এনামুল হক অপু অটোরিকশা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।

নির্বাচনে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে পটুয়াখালী-৪ (বাউফল) আসনের এমপি আ স ম ফিরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিতে কোনো আত্মীয়স্বজনের পরিচয় নেই। নির্বাচন করছেন আমার দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে সংগঠনের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর পরও রাজনৈতিকভাবে আমাকে হেওপ্রতিপন্ন করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে। তারাই আমার কথোপকথনকে রং চং মিশিয়ে প্রকাশ করছে। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। কেন্দ্রের কাছে আমাকে ছোট করতে এসব অপতৎপরতা চালানো হচ্ছে।’

এসজে/এএসএম