শখের বশে শাক তুলতে বিলে নেমে প্রাণ গেল কিশোরীর
ফাইল ছবি
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে বিলের পানিতে শখের বশে শাক তুলতে নেমে হাবিবা (১২) নামে এক কিশোরী ডুবে মারা গেছে।
শনিবার (১৯ জুন) ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবা ওই এলাকার সাবেক মেম্বার মৃত কবির আহাম্মদের দ্বিতীয় স্ত্রীর মেয়ে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের জানান, হাবিবা ও ওয়াকিয়া দুজন মিলে শখের বসে শনিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী ভরা খাল নামের বিলে শাক তুলতে যায়। বর্ষায় বিলে বৃষ্টির পানি জমে গভীর হয়ে যায়। বিলে নেমেই হাবিবা পানিতে তলিয়ে গেলে ওয়াকিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। তখন সেও পানিতে ডুবে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে মৃত ঘোষণা করেন। বিপদাপন্ন হয়ে অসুস্থ ওয়াকিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে।
সায়ীদ আলমগীর/এমএসএইচ