ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে পাঙ্গাশ মাছের ১৫ মণ পোনা জব্দ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ জুন ২০২১

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ পাঙ্গাশ মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২০ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মণ পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, জব্দকৃত মাছের পোনা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ