ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়া পর্যটকবাহী দুই নৌযানকে জরিমানা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:১৯ এএম, ২১ জুন ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ায় দুটি পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ জুন) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নৌযান দুটিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও রায়হান কবির বলেন, দিন দিন করোনার প্রকোপ বাড়ছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের সঙ্গে তাহিরপুরের সবগুলো পর্যটনকেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু ওই দুটি নৌযান সরকারি বিধিনিষেধ অমান্য করে পর্যটক নিয়ে হাওরে ঘুরতে এসেছিল। এ কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।

এর আগে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের মেলা শিরোনামে শনিবার জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

লিপসন আহমেদ/এসএস