চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬১
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭৫টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ১১ শতাংশ।
করোনায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দুজন ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরটিপিসিআর ল্যাবে ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৯৩টি নমুনায় ২৩ জনের ও জিন এক্সপার্ট টেস্টে ছয়জনের নমুনায় দুজনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের উপসর্গ না থাকায় সোমবার সকাল থেকে বাড়িতে কোয়ারেন্টাইনে তাদের চিকিৎসা শুরু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনায় মারা গেছেন ১১৩ জন।
সোহান মাহমুদ/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর