ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল জেলা আ.লীগের সদস্য হলেন মাশরাফি

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ জুন ২০২১

নড়াইল জেলা আওয়ামী লীগের ৪ নম্বর সদস্য মনোনীত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২০ জুন) জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা।

নড়াইল আওয়ামী লীগে এই প্রথম পদ পেলেন মাশরাফি। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপ-কমিটি অনুমোদন দেয়া হয়। সেটিই আওয়ামী লীগে প্রথম পদ ছিল তার।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

হাফিজুল নিলু/এসআর/এমকেএইচ