ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত, আটক ২

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৩ জুন ২০২১

ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় মো. আরিফ (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। একইসময় আহত হয়েছেন ওই কলেজছাত্রের পরিবারের সদস্যরাসহ ১৪ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার (২২ জুন) রাতে একই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার ছোনাউটা গ্রামের শিক্ষক শাহ আলম আকনের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কেরাত আলী মাদরাসার সামনে বিজয়ী ইউপি সদস্য মজিবুর রহমানের সমর্থকরা পরাজিত প্রার্থী মো. ফারুকের এক সমর্থককে বেঁধে বিজয়োৎসব করছিলেন। এসময় ওই সমর্থককে উদ্ধারের জন্য প্রস্তুতি নিলে মজিবুরের লোকজন রামদা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আরিফসহ ১৪ জন আহত হন।

পরে আরিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি আহতরা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে বরিশালের কোতোয়ালি থানায় মামলা করা হবে। তবে বুধবার ভোরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’

আতিকুর রহমান/এসএমএম/জেআইএম