ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ৮ মাদকসেবী গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৩ জুন ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) উপজেলার ছাওয়ালী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দেলদুয়ার উপজেলার ডুবাইল মধ্যপাড়া গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে আঞ্জু মিয়া, জাঙ্গালিয়া মধ্যপাড়ার আজিজুল খানের ছেলে শফিকুল খান, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের বিশু কাজীর ছেলে জহিরুল ইসলাম, মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন, ঘাটাইল উপজেলা লক্ষ্মীন্দ গ্রামের জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন, ঝগড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে ফারুক হোসেন, টাঙ্গাইল সদরের কচুয়াডাঙ্গা গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আশরাফ আহমেদ ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের সোহরাব হাজীর ছেলে মো. ইয়াছিন মিয়া।

মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতে মাদক সেবন করতেন। গ্রেফতারের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/আরএইচ/জেআইএম