কমলগঞ্জে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামের এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। অর্জুন পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে।
নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লোকমুখে শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের মরদেহ। তাদের ধারণা কেউ হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।
আব্দুল আজিজ/এএইচ/জেআইএম