ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিংড়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:২৯ এএম, ২৬ জুন ২০২১

বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে বুকে বল লেগে আব্দুল আজিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

আব্দুল আজিজ ভোগা গ্রামের কৃষক শামসুল মোল্লার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত-অবিবাহিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আব্দুল আজিজ অবিবাহিতদের পক্ষে নেমে একটি গোল করেন। কিছুক্ষণ পরে একটি কর্নার বল মাথা দিয়ে হেড দিতে গিয়ে বুকে লেগে তার নিঃশ্বাস আটকে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ এলাকায় নেয়া হলে শোকের ছায়া নেমে আসে।

সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছেলেটি এই কলেজের ছাত্র ছিল। তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

রেজাউল করিম রেজা/এমআরআর