ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাপুর উপজেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৬ জুন ২০২১

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বিউটি সিকদার।

বিউটি শিকদার একই ইউনিয়নের বামনকাঠি গ্রামের ফরাজি বাড়ির মেয়ে এবং সাকরাইল গ্রামের পুত্রবধূ।

নির্বাচনে বিউটি সিকদার নৌকা প্রতীকে পেয়েছেন সাত হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মাস্টার আমির হোসেন পেয়েছেন ৬৫৯ ভোট।

বিউটি সিকদার বলেন, ‘নারী হলেও আমি আপনাদের চেয়ারম্যান। সাধারণ মানুষের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চাই।’

গত ২১ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আতিকুর রহমান/এসআর/এমকেএইচ