ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে কাঁকড়া ধরায় ৪ জেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৭ জুন ২০২১

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে চার জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। শনিবার (২৬ জুন) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের নাজির খানের ছেলে হাবিবুর রহমান, মিজানুর গাজীর ছেলে মো. ইয়াছিন গাজী, আব্দুল কাদের গাজীর ছেলে মো. শহিদুল গাজী ও হাবিবুর রহমানের ছেলে মো. জাহিদুল ইসলাম।

বুড়িগোয়ালীনি ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ সুলতান আহমেদ জানান, বাদুড়ঝুলি খাল এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বনবিভাগের লোকজন। এ সময় অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে দুটি নৌকা, জাল ও রশিসহ তাদের গ্রেফতার করা হয়। বিকেলে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমকেএইচ