ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভালোই আছেন ফেনী কারাগারে বিয়ে হওয়া সেই দম্পতি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১১:৫২ পিএম, ৩০ জুন ২০২১

ধর্ষণ মামলায় কারাগারে থাকা অবস্থায় জামিন শর্তে উচ্চ আদালতের নির্দেশনায় বিয়ে হওয়া ফেনীর সেই দম্পতি ভালো আছেন। গত বছরের ১৯ নভেম্বর ফেনী কারাগারে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে অভিযোগকারীর সঙ্গে সংসার শুরু করেন জিয়া।

স্থানীয়রা জানায়, গত বছরের ২৭ মে সোনাগাজী উপজেলার একটি ঘর থেকে অবৈধ সম্পর্কের অভিযোগে জিয়া এবং ওই মেয়েকে আটক করে এলাকাবাসী। পরে ওই মেয়েকে বিয়ের জন্য জিয়ার উপর চাপ শুরু হয়। কিন্তু জিয়া ও তার বাবা আবু সুফিয়ান বিয়েতে রাজি না হওয়ায় মেয়েটি থানায় ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ জিয়াকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

স্থানীয় আদালতে জামিন না পেয়ে জিয়ার পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়। এরপর গত বছরের ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন যে, জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হতে পারে। আসামিপক্ষ এতে রাজি হলে বিয়ের আয়োজনের দায়িত্ব দেয়া হয় ফেনী জেলা কারা কর্তৃপক্ষকে।

গত বছরের ১৯ নভেম্বর ফেনী কারাগারের জেল সুপারের কার্যালয়ে একজন নির্বাহী বিচারকের উপস্থিতিতে আসামি ও বাদীর বিয়ে হয়। বিয়ের কাগজপত্র উচ্চ আদালতে পাঠানোর পর কারা মুক্ত হন জিয়া। তারপর থেকে চলছে তাদের দাম্পত্য জীবন।

দম্পতির স্বজনরা জানান, জিয়া চাকরি করেন। মাঝে মধ্যে ছুটিতে বাড়ি আসেন। এখন পর্যন্ত দুই পরিবারে কোনো ধরনের বিরোধের খবর শোনা যায়নি। তারা সুখেই আছেন।

জিয়ার বাবা আবু সুফিয়ান বলেন, আত্মীয়তা হওয়ার পর আমাদের মাঝে আর কোনো বিবাদ নেই। ছেলে-মেয়েদের সুখই আমাদের আনন্দ। তারা দুজন ভালো আছে বলেই আমরা সবাই ভালো আছি।

জিয়া বলেন, কিছু ভুল বুঝাবুঝির কারণে আমাকে জেলে যেতে হয়েছে। পরিবার, সমাজ ও প্রশাসন আমাদের পাশে আছে বলেই আমরা ভালো আছি। সুখে আছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টু বলেন, মেয়ে পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। কোনো ধরনের ঝামেলা হলে আমাকে জানাতে বলেছি।

নুর উল্লাহ কায়সার/জেডএইচ/