ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াকাটায় প্রধানমন্ত্রীর লাগানো গাছে কাঁঠাল ধরেছে

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৫ জুলাই ২০২১

সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রোপণ করা গাছে কাঁঠাল ধরেছে। দীর্ঘদিন পরিচর্যার পর এ বছর গাছটিতে চারটি কাঁঠাল এসেছে।

কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের প্রথম (বর্তমানে পুরাতন) গেটে এ গাছটির অবস্থান।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮ সালের ১৪ মার্চ ‘হলিডে হোমস’ উদ্বোধন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় শুধু কাঁঠাল গাছ নয়, নিজ হাতে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এসব গাছের মধ্যে ঝাউ, মেহগনি, বকুল ও কাঁঠাল গাছ দৃশ্যমান।

jagonews24

‘কাঁঠাল গাছের চারা রোপণ করেছেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার’ লেখা ছোট্ট একটি নামফলক গাছটির নিচে এখনো দৃশ্যমান।

সেদিনের স্মৃতিচারণ করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বলেন, ‘অনেক দিন আগের কথা। ওইদিন আমিও ছিলাম কুয়াকাটা পর্যটন করপোরেশনে। তাদের উপস্থিতিতে পর্যটন হলিডে হোমসের অভ্যন্তরে বেশ কয়েকটি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কাঁঠাল দেখতে আসা স্থানীয় পর্যটক আবুল হোসেন রাজু জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতে লাগানো গাছে কাঁঠাল ধরেছে তা দেখতে আমরা এসেছি, দেখে খুব ভালো লাগছে। তবে লকডাউন থাকায় বাইরের লোক আসতে পারছে না।’

jagonews24

কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সুবাস চন্দ্র নন্দী জাগো নিউজকে বলেন, ‘আমি বেশ কিছুদিন এখানে কর্মরত রয়েছি। প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছগুলো পরিচর্যা করে আসছি। এর মধ্যে কাঁঠাল গাছটিতে এ বছর চারটি কাঁঠাল এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল প্রধানমন্ত্রীর রোপণকৃত কাঁঠাল গাছটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর রোপণকৃত কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে শুনে আমিও কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের অভ্যন্তরে গাছটি দেখতে গিয়েছিলাম।

এসআর/জিকেএস