ফেনীতে সম্মাননা পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
ফেনীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার (৫ জুলাই) মাসিক সভায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলা গ্রহণ ও চাঞ্চল্যকর মামলায় বিশেষ ভূমিকা রাখায় সোনাগাজী সার্কেল কর্মকর্তা সাইকুল আহমেদ ভূঞা, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন দাইয়ান, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার, সোনাগাজী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খান, পরশুরাম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. রেজাউল আলমকে ক্রেস্টসহ সম্মাননা দেয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, সম্মাননা ও সনদ প্রাপ্তির মাধ্যমে পুলিশ সদস্যদের মাঝে দায়িত্বপালনে কর্মস্পৃহা, আন্তরিকতা ও প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি হবে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস