ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া সিল দিয়ে পল্লীবিদ্যুতের বিলের টাকা আত্মসাৎ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৬ জুলাই ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া সিল ব্যবহার করে পল্লীবিদ‍্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিলের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মিলন ইসলাম (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে মিলন ইসলাম উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লীবিদ‍্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিল বাবদ ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেন। পরে গ্রাহকরা পল্লীবিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিল জমা হয়নি। ঘটনাটি ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাউসার আলীকে জানালে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাউসার আলী বলেন, অভিযুক্ত মিলন আমাদের অফিসের কোনো স্টাফ নন। তার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. মাসুদ রানা/আরএইচ/জিকেএস