ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলগাজীতে গাঁজাসহ ২ জন আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৬ জুলাই ২০২১

ফুলগাজীতে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) রাতে ফুলগাজী সরকারি কলেজ রোড থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সরকারি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এই সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে দুই ব্যক্তিকে তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।

jagonews24

আটককৃতরা হলেন- দক্ষিণ গাবতলা গ্রামের শামছুল হকের ছেলে রবিউল প্রকাশ রবি (২৯) ও গাবতলা সোনাপুর গ্রামের মো. মিয়া চাঁন মিয়ার ছেলে রবিউল হক প্রকাশ রুবেল (২৫)।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এমএসএম/জেএইচ/এএসএম