ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করায় ফেনীতে ১৯৩৭ জনের জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৭ জুলাই ২০২১

ফেনীতে চলমান কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এক হাজার ৯৩৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ছয় দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৫ লাখ ৬ হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করেন।’

jagonews24

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘লকডাউন বাস্তবায়নে জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনসাধারণকে ঘরমুখো করা, সচেতনতা বৃদ্ধি করা, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করাই ছিল ভ্রাম্যমাণ আদালতের মূল কাজ।’

jagonews24

তিনি আরও বলেন, ‘জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনারদের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম