ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল জেলা আ. লীগের স্বাস্থ্যসেবা টিমকে বেতনের টাকা দিলেন মাশরাফি

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৮ জুলাই ২০২১

নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমকে এক মাসের বেতনের টাকা দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (৮ জুলাই) ইসলামী ব্যাংক লিমিটেড নড়াইল শাখা থেকে এক লাখ ৭৫ হাজার টাকার একটি চেক দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, নড়াইলে করোনা প্রতিরোধে যৌথভাবে কাজ করছে এমপি মাশরাফি ও জেলা আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে এই টাকা দিলেন ক্রিকেটার মাশরাফি।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. খসরুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম