ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই মাস পর উপহারের ঘরে নতুন করে সংস্কার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১০:২১ পিএম, ০৯ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে ওঠার আড়াই মাসেই রান্নাঘর ও টয়েলেট ভেঙে পড়েছে। দেয়াল ও কার্নিশসহ সেমিপাকা ঘরের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

আড়াই মাস আগে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ওই ঘরটিতে ওঠেন ভূমিহীন সিরাজুল ইসলাম। বিষয়টি তিনি সংশ্লিষ্টদের জানালে ভাঙা অংশটি সংস্কারের কাজ শুরু করা হয়।

সিরাজুলের ঘরের পাশে আশ্রয়ণ প্রকল্পের আরেকটি ঘরে সপরিবারে বসবাস করছেন খোকন। তার ঘরের কয়েকটি স্থানেও ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে ঠিকাদার কাজগুলো সংস্কার করে দিচ্ছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সাতটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। তবে সাতটি ঘরের চারটিতেই ফাটল সমস্যা রয়েছে।

No description available.

সিরাজুলের ঘরের ভেঙে যাওয়া অংশটি এখন নতুন করে সংস্কার করা হচ্ছে। বুধবার (৭ জুলাই) থেকে এ সংস্কার কাজ শুরু করেছেন ঠিকাদার।

ওই আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা শিউলি আক্তার ও বিবি নাছিমা জানান, আড়াই মাস না যেতেই তাদের ঘরের মেঝে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। বৃষ্টি হলে এখন রান্নাঘরে পানি ঢোকে।

এ ব্যাপারে কথা হলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম দাবি করেন, ঠিকাদার নিয়মানুযায়ী-ই ঘরগুলোর কাজ করেছেন। তবে একটিতে সাময়িক সমস্যা হওয়ায় ঠিকাদার ভালোভাবে তা সংস্কার করে দিচ্ছেন। ঘর নির্মাণে কোনো অনিয়ম হয়নি বলে জানান তিনি।

কাজল কায়েস/এসআর/জেআইএম