ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাসের জেরে ছাত্রলীগ নেতাকে মারধর

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ জুলাই ২০২১

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ইমন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিবাদমান দু’টি গ্রুপই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপুর সমর্থক বলে জানা গেছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাফেজ ইমনের বাড়িতে যান স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব হাজারী, সাবেক সহ-সভাপতি ফয়সাল ও তাদের সহযোগী রাজু। ওই বাড়ির প্রবাসফেরত এক বাসিন্দা ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দিয়েছেন মর্মে তাকে শাসানো হয়। বাড়ির লোকজন জড়ো হয়ে তাদের চড়-থাপ্পড দিলে তারা চলে যায়।

পরদিন শুক্রবার সন্ধ্যায় খাইয়ারা বাজারে গেলে জেলা ছাত্রলীগ নেতা ইমনের ওপর চড়াও হয় সজীব ও ফয়সাল। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ইমনের মাথায় আঘাত করে ফয়সাল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে ইমনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

চিকিৎসকের বরাত দিয়ে ইমনের নিকটাত্মীয় স্থানীয় যুবলীগ নেতা মোজাম্মেল হক সজীব জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় দুই জায়গায় ১৬টি সেলাই দেয়া হয়েছে। চিকিৎসকরা সিটি স্ক্যান করাতে বলেছেন।

জেল ছাত্রলীগ সভাপতি এম. সালাহউদ্দিন ফিরোজ জানান, ঘটনাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে অবহিত করা হয়েছে। ইমনের চিকিৎসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, দুই পক্ষের মারামারির কথা শুনেছেন। তবে থানায় কোনো লিখিত অভিযোগ পাননি।

স্থানীয় ফরহাদনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিপু জাগো নিউজকে জানান, প্রবাসফেরত যুবকের সরকারবিরোধী স্ট্যাটাস নিয়ে এ সংঘাতের ঘটনা ঘটেছে। দু’পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। আহত ইমন হাসপাতাল থেকে ফেরার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নুর উল্লাহ কায়সার/এএএইচ/এমএস