ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিশ ব্যবসায়ীর কাছে নাসিক কাউন্সিলরের চাঁদা দাবির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১০ জুলাই ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার (৪৬) বিরুদ্ধে ডিশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জুলাই) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার ডিশ ব্যবসায়ী এমরান হোসেন থানায় এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাসিক ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর মসজিদ রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন অন্যান্য ব্যবসার পাশাপাশি বৈধভাবে পাঁচ বছর ধরে ওই এলাকায় ডিশ ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু আড়াই বছর আগে ব্যবসা সম্প্রসারণের সময় নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও মমিনুল আলম পুষণসহ অজ্ঞাত চার-পাঁচ ব্যক্তি বাধা দেন। তারা ভয় দেখিয়ে বলেন, ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। এমরান হোসেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা কখনো কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং কখনো তার সহযোগী মমিনুল আলম পুষণকে দিয়ে আসছিলেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, করোনাকালীন গ্রাহকরা ঠিকমতো মাসিক ডিশ ভাড়া না দেয়ায় এমরান হোসেন অর্থ সঙ্কটে রয়েছেন। এতে বিবাদীদের চাহিদা মতো প্রতি মাসে চাঁদার এক লাখ টাকা দিতে পারেননি। এতে কাউন্সিলর ও তার সহযোগী ব্যবসায়ী এমরানের ওপর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এমরানের কর্মচারী আব্দুর রহিম বাদশা উত্তর এনায়েতনগর এলাকায় সংযোগ মেরামত করতে গেলে কাউন্সিলরের সহযোগী মমিনুল আলম পুষণসহ ৬-৭ ব্যক্তি তাকে আটকে রাখেন এবং এমরানকে গালিগালাজ করেন।

খবর পেয়ে এমরান হোসেন ঘটনাস্থলে গেলে মমিনুল আলম পুষণ ও তার সহযোগীরা এমরান হোসেনকে গালমন্দ করেন। একপর্যায়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তার সামনেই তার সহযোগী মমিনুল আলম পুষণ কোমর থেকে দেশীয় ধারালো চাকু বের করে হুমকি দেন। এমনকি এ বিষয় নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বা কোথাও অভিযোগ করলে এমরানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং প্রতিষ্ঠানের ফাইবার জয়েন্ট মেশিন কেড়ে নিয়ে যান। যাওয়ার সময় মাসিক ডিশের ভাড়া আদায় করতে নিষেধ করেন।

অভিযোগ গ্রহণের বিষয়টি স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ‘আড়াই বছর ধরে ডিশ ব্যবসায়ী এমরান টাকা দিয়ে আসছে। কিন্তু চার মাস ধরে ঠিকমতো টাকা দিচ্ছে না। সে আমার কাছেই টাকা দিত। আমি অন্য একজনকে দিয়ে দলীয় পোলাপাইনদের বণ্টন করে দিতাম।’ তিনি আরও বলেন, থানায় অভিযোগ যে কেউ করতে পারে। ওসির সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, দু-তিনদিন পর বসবেন।

এস কে শাওন/এসআর/এমকেএইচ