ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটবল নিয়ে দ্বন্দ্বে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগ, পরে ভুল স্বীকার

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ১১:০৮ পিএম, ১০ জুলাই ২০২১

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিলেন এক নারী। তবে পরে ভুল স্বীকার করে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার (১০ জুলাই) বিকেলে অভিযোগ মিথ্যা স্বীকার করে থানা থেকে তা প্রত্যাহার করে নেন তিনি। ওই নারী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জুন (শুক্রবার) ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার শিবপুর গ্রামের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিবেশী আরেকজন এগিয়ে আসেন। প্রথমে বিতণ্ডায় জড়ানো দুজনের মধ্যে একজনের স্ত্রী ওই প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এতে সেই নারী ক্ষিপ্ত হয়ে ওইদিন কাশিয়ানী থানায় প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করে হাসপাতালে ভর্তি হন।

কিন্তু ঘটনার দু সপ্তাহ পর সেই নারী বলেন, কথা কাটাকাটির জেরে রাগ করে থানায় গিয়ে (প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে) মিথ্যা অভিযোগ করি। সেখানে সাংবাদিকরা আমার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আমি তাদের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকিমূল ইসলাম মকিম বলেন, ওই নারীর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে তিনি থানায় করা অভিযোগ স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন। তিনি ভুল স্বীকার করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আনোয়ার অভিযোগ প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, ‘ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে তিনি ভুল স্বীকার করে অভিযোগ তুলে নিয়েছেন।

মেহেদী হাসান/আরএইচ