খুলনা বিভাগে করোনা প্রাণ কাড়ল আরও ৪৮ জনের
ফাইল ছবি
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে রোববারের (১১ জুলাই) তুলনায় মৃত্যু কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন।
সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরের ১২ জন, নড়াইলের একজন, মাগুরার একজন, ঝিনাইদহের ছয়জন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার ৩ জন মারা যান।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল