বগুড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের দাবিতে মানববন্ধন
ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স ও এসব যানবাহনের চার্জিং গ্যারেজগুলোতে আবার বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
এ সময় জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘৩ জুলাই থেকে বগুড়ার জেলা প্রশাসনের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বিধিনিষেধ কার্যকর করার জন্য এ সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ অফিস। কিন্তু বিধিনিষেধের যে বিধিমালা সেখানে এরকম কোনো নির্দেশনা নেই।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা প্রশাসক কোন ক্ষমতা বলে এরকম একটি সিদ্ধান্ত বিদ্যুৎ অফিসকে দেয়? এছাড়া বিদ্যুৎ অফিসও কোনো লিখিত নির্দেশনা ছাড়া এমন নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে কি? যে গ্রাহকরা বিদ্যুৎ আইন অনুযায়ী বৈধ, তাদের সংযোগ বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা বিদ্যুৎ অফিসের নেই। সম্পূর্ণ বেআইনিভাবে এ সংযোগ কাটা হয়েছে। কাজেই দ্রুত সংযোগগুলো চালু করতে হবে।’
সাইফুজ্জামান টুটুল বলেন, ‘বিদ্যুৎ আইনের ১৮ ও ১৯ ধারা অনুযায়ী, বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বা অবৈধ সংযোগ নিলেই কেবল সংযোগ বিচ্ছিন্ন করা যায়। গ্যারেজের এ সমস্ত সংযোগ যেমন বৈধ তেমনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন মালিকরা। কাজেই কোনোভাবেই এ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার জন্য এ সংযোগ কেটে দিলে, সরকারের উচিত হবে সব রিকশা মালিকদের ক্ষতিপূরণ দেয়া ও তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা।
এসএমএম/এমএস