ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গরু ব্যবসায়ী হত্যার আসামি আ.লীগ নেতা কালাম বহিষ্কার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৭ জুলাই ২০২১

ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তাকে আওয়ামী লীগের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এর আগে বৃহস্পতিবার রাতে ট্রাক বোঝাই গরু ছিনতাইয়ে বাধা দেয়ায় শহরের সুলতানপুর এলাকায় শাহজালাল নামের এক মৌসুমি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে কাউন্সিলর কালামসহ তার সহযোগীরা।

এ ঘটনায় শুক্রবার নিহত শাহ জালালের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় কাউন্সিলর কালাম ও তার সহযোগী রাজু এবং নাঈমের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ সন্দেহভাজন সাগর নামের একজনকে তাৎক্ষণিক গ্রেফতার করে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এমকেএইচ